cbn  

প্রেস বিজ্ঞপ্তি:

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সৃষ্ট হওয়া ছেলে ধরা গুজব নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে লিপলেট। বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় ও কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন প্রত্যাশার উদ্যোগে এই লিফলেট বিতরন করা হয়। দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়েছে। এসময় প্রত্যাশার উপদেষ্টা তরুন সমাজ সেবক হেলাল উদ্দিন বলেন-একটি কুচক্রিমহল ছেলেধরা বলে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মনে আতংক সৃষ্টি করেছে। মূলত কিছু দুষ্কৃতিকারীরা তাদের ফায়দা হাসিল করার জন্য এই গুজব ছড়িয়েছে। এসময় উপস্থিত ছিলেন কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুপন দেওয়ানজী, প্রত্যাশার সদস্য রুবেল হোসেন, আবদুল খালেক, আমান উল্লাহ, জসিম আহমদ, ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর প্রমুখ। এসময় গুজবে আতঙ্কিত না হয়ে নিজ নিজ এলাকায় কোথাও যদি কোন অপরিচিত বা ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি বা আইন নিজ হাতে না তুলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •