cbn  

সংবাদদাতা:

চকরিয়া – বদরখালী সড়কের রামপুর এলাকায় নিজের মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারের ইব্রাহীম সওদাগরের পুত্র সানা উল্লাহ ।

জানা যায় , ২৫ জুলাই বৃহস্পতিবার সানা উল্লাহ তার একটি ব্যাক্তিগত কাজের জন্য সকালে চকরিয়ায় যান , চকরিয়া থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে বিকাল সাড়ে ৪ টার সময় রামপুর এলাকায় পৌছলে পিছন থেকে একটি নোহা গাড়ী তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । গুরুতর অাহত অবস্থায় তাকে প্রথমে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন । চকরিয়া থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে ।

এদিকে সানা উল্লাহ’র মৃত্যুর খবর তার নিজ এলাকা ইউনুছখালীতে পৌছলে পুরো ইউনুছখালী জুড়ে শোকের ছাঁয়া নেমে অাসে । তার অকাল মৃত্যুতে বন্ধু ও শুভাকাংখী সহ অনেকে শোক প্রকাশ জানিয়েছেন ।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •