আবুল কালাম, চট্রগ্রাম:
চট্টগ্রামের হালিশহর থানাধীন সবুজবাগ এলাকায় হালিশহর রোডে পারা পারের সময় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. আরিফ (৩৫) তার বাড়ি কুমিল্লাহ জেলার শুভপুর এলাকায়।
বুধবার (২৪ জুলাই) ৫ টার দিকে সবুজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুর রহমান বলেন, রাস্তা পার হওয়ার সময় আরিফকে বাস চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।