রামু প্রতিনিধি:
পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামু উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রচারণা চালিয়েছে রামু থানা পুলিশ। বুধবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ প্রচারণা চালান রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম।
বুধবার সকালে রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ে রামু থানার ওসি (তদন্ত) এস.এম মিজানুর রহমান গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা ফৌজদারী অপরাধ। ছেলেধরা সন্দেহে কাউকে যদি সন্দেহ হয় তাহলে পুলিশকে জানান। তিনি গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবকগণের সহযোগিতা কামনা করেন। এসময় ছেলে ধরা সন্দেহ হলে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’এ তথ্য দিয়েও সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।