মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সোনাইছড়িতে অসহায় হতদরিদ্র পাহাড়ী-বাঙ্গালী ৬৫ পরিবার পেল পরিষদের বিশেষ বরাদ্দ থেকে ২৫ টি সেলাই মিশিন ও টি আর কাবিকা থেকে প্রথম ধাপে ৪০ টি সোলার ( সৌর বিদুৎ)।

মঙ্গলবার (২৩ জুলাই) সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহইন মার্মার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে নাইক্ষ্যছড়ি উপজেলা পরিষদর চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ শফিউল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থোকে এসব সোলার ও সেলাই মিশিন বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন বর্তমান সরকার উন্নয়নের বিশ্বাসী তাই আজ অন্ধকারের আলো অসহায় মহিলাদের সেলাই মিশিন দিলেন। নাইক্ষ্যংছড়ি যে উন্নায়ন হচ্ছে এসব আমার আপনাদের প্রিয় নেতা বান্দরবান থেকে বারবার নির্বাচিত সাংসদ ও বর্তমান পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসেশৈং মহোদয় করেছেন। আজ আপনরা যে সব জিনিসরপেয়েছেন এসব তিনি আপনাদের জন্য দিয়েছেন। এসময় স্থানীয় ইউপি মোম্বার,গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেনন।