আবুল কালাম চট্টগ্রাম :

বন্দর নগরী চট্টগ্রামে অভিযান চালিয়ে ভোলাইয়া গ্রুপ নামে এক চক্রের চার অজ্ঞান পার্টির সদস্যের কে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। ‘ভোলাইয়া গ্রুপ’ভোলাইয়া গ্রুপের ৪ সদস্য গ্রেফতার
পুলিশের দাবী এই চক্রের খপ্পরে পড়ে গত ১০ বছরে সর্বস্বান্ত হতে হয়েছে কমপক্ষে ৮ শতাধিক মানুষকে।

গ্রেফতারকৃতরা হলো- চুন্নু (৩৬), মো. জসিম (৩২), নুর ইসলাম (৩৫) ও মো. আকবর (৩৫)।

পুলিশ আরও জানিয়েছে অজ্ঞান করে তারা ছিনতাইয়ের কৌশলটি এই চক্রের হাত ধরেই নগরীতে শুরু হয়েছে। তাদের নেতৃত্বে এরকম আরো একাধিক চক্র গড়ে উঠেছে।

একটি ছিনতাইয়ের মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রটির সন্ধান পান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামানের নেতৃত্বাধীন একটি টিম।

ভোলাইয়া গ্রুপের চার সদস্যকে আটকের বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (২০ জুলাই) একটি সংবাদ সম্মেলন আয়োজন করে কোতোয়ালী থানা পুলিশ। সংবাদ সম্মেলনে সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, পাঁচদিনের চেষ্টায় শুক্রবার (১৯ জুলাই) বিকেলে টাইগারপাস ও স্টেশন রোডে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ঔষধ, মলম ও ঔষধ মিশ্রিত জুস উদ্ধার করা হয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন সহ অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।