ডেস্ক নিউজ:

গণমাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের উন্নয়নের জন্য গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।’ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর একটি হোটেলে শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জাতির সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে হিসেবে দেখতে চান। এ লক্ষ্য অর্জনে আমাদের সম্মিলিতভাবে কাজ করা দরকার।’

বাংলাদেশের সাম্প্রতিক অগ্রযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আমরা উন্নয়নের পথে রয়েছি। অতীতের খাদ্য ঘাটতি কাটিয়ে এখন আমরা খাদ্য রফতানি করছি। প্রত্যন্ত এলাকাতেও এখন বিদ্যুৎ পৌঁছে গেছে।’

এ সময় তথ্যমন্ত্রী ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহানকে অভিনন্দন জানান। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদক, কূটনীতিক ও অন্য অতিথিদের স্বাগত জানান।