প্রেস বিজ্ঞপ্তি

শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারন আজকের শিশুরাই আগামীদের ভবিষ্যত। আর যদি আগামী দিনের ভবিষ্যতকে স্কুলে কলেজে,প্রাইভেট সেন্টারে,ধর্মীয় শিক্ষা প্রতিষ্টানে ধর্ষণের ভয় নিয়ে থাকতে হয় তাহলে কিভাবে তাদের মানসিক বিকাশ হবে ? তাই সরকারের পক্ষ থেকে শিশু ধর্ষণ সহ শিশুদের সাথে সব ধরনের অন্যায় অত্যাচার রোধে কঠোর পদপেক্ষ নিতে হবে। এবং ধর্ষণ সহ শিশুদের সাথে সব ধরনের অপরাধের বিচার প্রকাশ এবং দ্রুত শেষ করতে হবে। একই সাথে স্কুল কলেজে সহ জায়গায় তথ্য প্রযুক্তির শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষা প্রদান করার আহবান জানান বক্তারা। আর সম্প্রতী বাংলাদেশে শিশু নারী নির্যাতন হত্য ও নিপীড়ন বেড়ে যাওয়ায় উদ্দোগে ১৯ জুলাই জাতীয় শিশু সংগঠন খেলাঘর কক্সবাজার জেলা শাখার আয়োজনে শিশু ও নারী নির্যাতন,ধর্ষণ,হত্যা ও নিপীড়নের প্রতিবাদে এক মানববন্ধন সমাবেশে এসব কথা বলেন। কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে কক্সবাজার জেলা খেলাঘর আয়োজিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন খেলাঘর জেলা কমিটির সভাপতি আবুল কাশেম বাবু,সাধারণ সম্পাদক কলিম উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ও কক্সবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ^জিত পাল বিশু,সাবেক জাতীয় পরিষদ সদস্য ও ঝিনুক মালা খেলাঘর আসরের প্রশিক্ষণ একাডেমীর পরিচালক ডাঃ চন্দন কান্তি দাশ,সাবেক জাতীয় পরিষদ সদস্য সুবিমল পাল পান্না,ঝাউবন খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহাবুবুর রহমান,সৈকত খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন,পাহাড়ীফুল খেলাঘর আসরের সভাপতি গোলাম মোর্শেদ,বেলাভুমি খেলাঘর আসরের সভাপতি রিদুয়ান আলী,সিমুনিয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর,সাফিনা আজিম,আনন্দময় খেলাঘর আসরের সভাপতি দ্রুভ সেন,নারী নেত্রী ফাতেমা আলম লিপি,শিক্ষন সুজন দাশ প্রমুখ।