জাহাঙ্গীর আলম কাজল:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো,শফিউল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের নিকট পুরস্কার বিতরণ করেন। নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা (ভা:) শিক্ষা অফিসার মো,কামাল হোসেন,আওয়ামীলীগ সাধারণ সাম্পাদক মো,ইমরান মেম্বার,প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর আলম কাজল,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অংমার্মা,সোনাইছড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আলমগীর,বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো কামাল হোছাইন , সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: অালাউদ্দিন, সহকারি শিক্ষক মো: নাছির উদ্দিন প্রমূখ। এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ২০১৯-এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাইশারীর আলী মিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় দল -আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইবেহারে ৩-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আর এদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ২০১৯-এ উপজেলা পর্যায়ে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।