বিশেষ প্রতিবেদক:
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে পশু আমদানিতে পরিবহনের সময় যাতে চাঁদাবাজি ও ব্যবসায়ীরা কোনও ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে বলা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) টেকনাফে-২ বিজিবির সদর দফতরের সম্মেলন কক্ষে টেকনাফের শাহপরীর দ্বীপের করিডর দিয়ে পশু আমদানি বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এতে সভাপতিত্ব করেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

সভায় ব্যবসায়ীরা বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় ১৫ দিন পশু আনা বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা পুনরায় মিয়ানমার থেকে পশু আমদানি শুরু করেছেন। এ অবস্থা থাকলে পশু আমদানি আরও বাড়ানো হবে। কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় ২০ হাজারের বেশি পশু আনা হবে।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে বেশি করে পশু আমদানির তাগিদ দেন।