বার্তা পরিবেশক :
কক্সবাজারের রামু চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা সিরাজুল ইসলামের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা দায়ের করেছেন এইচ,এম নুরুল আলম নামের এক ব্যবসায়ী। সোমবার ১৫ জুলাই কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদি জানান, রামুর পশ্চিম চাকমারকুল এলাকার মৃত আমির হামজা সিকদারের পুত্র ও রামু চাকমারকুল মাদ্রাসার সাবেক মুহতামিম মৌলানা সিরাজুল ইসলাম তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার পাঁচ লাখ টাকার একটি চেক দেন। ওই চেক নিয়ে পাওনাদার ব্যবসায়ী এইচ,এম নুরুল আলম তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান এন,আলম ফিলিং ষ্টেশনের নামীয় উত্তরা ব্যাংক কক্সবাজার শাখার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই মর্মে ডিসঅনার করা হয়। এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে মাওলানা সিরাজুল ইসলামকে টাকা ফেরত প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি তাতে সাড়া দেননি। যার কারণে নিয়ম অনুযায়ি টাকা আদায়ে তিনি মামলা করতে বাধ্য হন বলে জানান। মামলার আইনজীবী এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম জানান, মামলাটি বিচারক আমলে নিয়ে পরবতর্ী কার্যক্রমের জন্য রেখেছেন।