মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরে আড়াইহাজারের বেশী টমটম (ই-বাইক) কোন অবস্থাতেই চলতে পারবেনা। এটা কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার অনেক আগের সিদ্ধান্ত। আড়াইহাজারের বেশী টমটম (ই-বাইক) কক্সবাজার শহরে চলাচল করলে সেগুলো আগামী একমাস অর্থাৎ আগামী ১৪ আগষ্টের মধ্যে কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষকে রাস্তা থেকে উঠিয়ে নিতে হবে। এ সিদ্ধান্ত কার্যকর নাহলে আগামী ১৪ আগষ্টের পর প্রশাসন নিজ উদ্যোগে রাস্তা থেকে অতিরিক্ত টমটম (ই-বাইক) উঠিয়ে নেবে। কারণ শহরের যানজট নিরসনে আইনশৃঙ্খলা কমিটির সভার এ সিদ্ধান্ত কার্যকর করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। আড়াইহাজারের বেশী টমটম (ই-বাইক) রাস্তা থেকে উঠানোর এই সিদ্ধান্ত আগে থেকে থাকলেও কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ সেটা এতদিন কার্যকর করেন নি। রোববার ১৪ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.টি.এম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতি’র বক্তব্যে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব) এ কথা বলেন। তিনি আরো বলেন, একটি নম্বর নিয়ে একাধিক টমটম (ই-বাইক) রাস্তার চলছে। তাই টমটমের নম্বর প্লেট ডিজিটাল করার জন্য তিনি কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষকে পরামর্শ দেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার বলেন-বিজিবি-র চোখ ফাঁকি দিয়ে অনেক সময় রোহিঙ্গারা সীমান্ত ক্রস করে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে, আবার বাংলাদেশ থেকে মায়ানমারে যায়। এ অবস্থা রোধে সীমান্তে বিজিবি’র পাহারা আরো কড়াকড়ি করার জন্য বিজিবি’র প্রতি তিনি অনুরোধ জানান। সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি (সার্বিক) মোহাঃ শাজাহান আলি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।