এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ভারী বর্ষণে উজানের পানিতে অধিকাংশ এলাকা তলিয়ে গেছে । পৌরসভা ও চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন সবখানে এখন পানি পানি আর পানি।লামা-আলীকদমে টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে পানি প্রবাহ বেড়েছে মাতামুহুরী নদীতে। ফলে রবিবার ভোরে মানুষ ঘুম থেকে উঠার আগেই অধিকাংশ মানুষের ঘরে পানি হানা দিয়েছে।
সপ্তাহ ব্যাপী টানা ভারী বর্ষণে উপজেলার বেশির ভাগ নীচু এলাকা প্লাবিত হয়ে উপজেলা পৌরসভার বিভিন্ন এলাকায় নানাভাবে অন্তত লক্ষাধিক জনসাধারণ পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরো বড় ধরণের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।কাকারা ইউপি চেয়ারম্যান জনাব শওকত ওসমান বলেন, ভারী বর্ষণের কারনে মাতামুহুরী নদীতে উজান থেকে পাহাড়ি ঢল নেমেছে। পানির প্রবল স্রোতে কাকারার বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে।রবিবার ভোরে আকর্ষিক বন্যার পানিতে তলিয়ে যাওয়া এলাকাতে স্থানীয় লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছে বলে জানিয়েছেন।বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি,শুকনা খাবার সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে,তাই সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী আশা করছেন বন্যাকবলিতরা।
বন্যাকবলিত এলাকার মধ্যে,কাকারা,সুরাজপুর-মানিকপুর,বরইতলী,কৈয়ারবিল,পৌরসভার আংশিক,পহরচাঁদা সহ চকরিয়াার এখন অধিকাংশ এলাকা পানিবন্ধি।