প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের অরাজনৈতিক পেশাজীবি সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আগামী ৭ আগষ্ট ২০১৯ইং ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা জমিয়াতুল মোদারের্ছীন এর প্রস্তুতি সভা ১৩ জুলাই শহরের লালদীঘির আবাসিক হোটেলে সম্পন্ন হয়। জেলার সভাপতি প্রিন্সিপ্যাল মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সহ-সভাপতি প্রেন্সিপ্যাল জাফর উল্লাহ নুরী, জেলা সম্পাদক প্রিন্সিপ্যাল মোঃ শাহাদাত হোসাইন, প্রিন্সিপ্যাল ওমর হামজা, উপ-অধ্যক্ষ জহির আহমদ, উপ-অধ্যক্ষ ফেরদাউস আহমদ, সুপার আল-আমিন, মনছুর আলম আজাদ, মুফিজ আহমদ ইকবাল, নুর আহমদ, অধ্যাপক ড. নুরুল আবছার প্রমুখ। উপস্থিত ছিলেন অসংখ্যা মাদরাসার প্রধান ও শিক্ষকবৃন্দ। ঢাকার সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করা হয়। ১) আগামী ১৮ জুলাই হতে ২৬ জুলাই এর মধ্যে কক্সবাজারের সমস্ত উপজেলায় জেলার নেতৃবৃন্দ সফর করে দায়িত্ব প্রদান। ২) উপজেলা ভিত্তিক কামিল মাদরাসা হতে ৫ জন, ফাজিল মাদরাসা হতে ৪ জন, আলিম মাদরাসা হতে ৩ জন, দাখিল মাদরাসা হতে ২ জন এবং নন-এমপিও ও এবতেদায়ী মাদরাসা হতে ১ জন করে প্রতিনিধি ঢাকার সম্মেলনে উপস্থিত নিশ্চিত করণ। সভায় আগামী ৭ আগষ্ট ২০১৯ইং ঢাকার কেন্দ্রীয় সম্মেলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।