প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ১২ জুলাই সকাল হতে ১৩ জুলাই সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃতে পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই বেলাল উদ্দিন, এসআই আরিফ উল্ল্যাহ, এসআই আবুল বাসার, এসআই আবু বকর ছিদ্দিক, এএসআই লিটন মিয়া, এএসআই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন

কক্সবাজার সদর থানার মামলা নং-৩০, ধারা-মাদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। শহিদুল ইসলাম প্রকাশ শহিদু (৩২) পিতা-সিরাজুল ইসলাম, সাং-দরগাহ পাড়া, (ভাদিতলা) ০৭নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা ও জেলা-ক্সবাজার।

কক্সবাজার সদর থানার মামলা নং-৯৪ (৬)১৯ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩২৬/৩৭৯ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

১। সালা উদ্দিন, ২। আকতার উল্ল্যাহ, উভয় পিতা-মোস্তফা আহঃ, সাং-সাবেক পাড়া, ০১নং ওয়ার্ড, ভারুয়াখালী, থানা ও জেলা-ক্সবাজার।

কক্সবাজার সদর থানার মামলা নং-১০৫ (৫)১৯, ধারা-৩৯৯/৪০২ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ জামাল (৪৫৬) পিতা-মৃত আবুল জব্বার, সাং-পূর্ব ঘোনার পাড়া, কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার।

ক্সবাজার সদর থানার মামলা নং-৩২(৭)১৯ ধারা-১৭০/৪৪৭/৫০৬ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

১। তাসসিয়া জাহান নুপুর প্রকাশ কুলসুমা (৩০) পিতা-আবদুল কুদ্দুস, মাতা-রেনু বেগম, সাং-বালিটি চরপাড়া, (সিকদার বাড়ী) থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ।

২। মোসাৎ লিলি বেগম প্রকাশ লিলি (২৭) পিতা-শেখ রকিব উদ্দিন, সাং-মোসাৎ সায়েরা বেগম,

সাং-খৌদ্দ শেখ পাড়া, সরুলিয়া ইউপি, থানা-পাটখিল ঘাটা, সাবেক তালা থানা, জেলা-সাতক্ষীরা,থানা ও জেলা-কক্সবাজার।

পুলিশ আইনের ৩৪ ধারায়………………

১। মোঃ হামিদ উল্ল্যাহ, পিতা-মৃত রুস্তম আলী, মাতা-মৃত রাবেয়া , সাং-পেশকারপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

২। শিলা রাখাইন, পিতা-রাছলা রাখাইন, সাং-পূর্ব মাছ বাজার, রাখাইন পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩। ছোটন কান্তি দে, পিতা-মনন্দ্র দে, সাং-পূর্ব ঘোনার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৪। রফিকুল ইসলাম, পিতা-মৃত নুর আলম, সাং-ঘোনার পাড়া, সেন্টমার্টিন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে………………

১।একরাম, পিতা-কবির আহমদ, সাং-পশ্চিম পাড়া, ০৪নং ওয়ার্ড, পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

২। আবুল কাশেম, পিতা-মমতাজ আহমদ, সাং-পশ্চিম গোমাতলী, পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।

৩। রাজিয়া বেগম, স্বামী-শামসুল আলম, সাং-মাইজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।