মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার হাসেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক, বিশিষ্ট আলেমেদ্বীন, সাহিত্যিক, গবেষক মুফতি মাওলানা হাবিব উল্লাহ রচিত ‘শীর্ষ স্থানীয় ওলামা মশায়েখ কক্সবাজার (১৮০১ সাল থেকে ২০০০ পর্যন্ত)’ গ্রন্থের প্রকাশনা উৎসব বৃহস্পতিবার ১১ জুলাই বিকেল ৪ টায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। আল্লামা আবদুল হাই (রহ.) স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, চট্রগ্রাম ওমর গণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী। এটি লেখকের ষষ্ঠ গ্রন্থ। কক্সবাজার জেলার পুরো এক শতাব্দীর আলেম, ওলামা বিশিষ্ট ইসলামী মনিষীদের নিয়ে গবেষনাধর্মী লেখায় সমৃদ্ধ এই গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আল্লামা আবদুল হাই (রহ.) স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান অনুরোধ জানিয়েছেন।