মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’-মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়টি আদৌ সঠিক নয় বলে জানিয়েছেন পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মোঃ শফিকুল ইসলাম। গণমাধ্যমে প্রচারের জন্য মঙ্গলবার ৯ জুন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার নিকট ৪২১ নম্বর স্মারকে প্রেরিত এক পত্রে বলা হয়েছে বিষয়টি পদ্মা বহুমূখী সেতু কর্তৃপক্ষের নজরে এসেছে। এটি একটি স্রেফ গুজব। এর কোন সত্যতা নেই। এমন গুজবে বিভ্রান্ত না হাওয়ার জন্য প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই পত্রে পদ্মাসেতুর অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরা হয়েছে। সে বিবরণ অনুযায়ী-পদ্মা সেতু’র ২৯৪ টি পাইলের মধ্যে ২৯২ টি কাজ, ৪২টি পিয়ারের মধ্যে ৩০ টি’র কাজ, ১৪ টি স্প্যনের কাজ সম্পন্ন হয়েছে। যাহা সহজে দৃশ্যমান। গত ৩০ জুন পর্যন্ত পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের মূল সেতু’র ৮১% কাজ, নদী শাসনের ৫৯% কাজ ও সার্বিকভাবে ৭১% কাজ সম্পন্ন হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।