মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি:
টানা কয়েকদিনের ভারী বর্ষনের ফলে বান্দরবান ৯মাইল নামক স্থানে পাহাড় ধ্বসের কারনে আজ সকাল থেকেই রুমা ও থানছি উপজেলার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এছাড়া টানা কয়েকদিনের বৃষ্টির কারনে বান্দরবান টাংকি পাহাড় নামক স্থান একটি ঘর ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে। সাঙ্গু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বান্দরবান বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতোমধ্যে জেলার সাতটি উপজেলায় ১২৬টি সরকারী বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষনা করেছে জেলা প্রশাষন।

ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ শাখায় খোলা হয়েছে মনিটরিং সেল। সেটি ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছে। বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা সদরসহ সাত উপজেলায় মাইকিং চলছে।