কাইসার আহমেদ এর ফেসবুক থেকে:
অহ বাপ!
বিয়ের বাহানা দিয়ে আত্ত্বীয়-স্বজনকে তুর জানাজায় আসার জন্য দাওয়াত দিছিস?
এটা বুঝতে পারলে আমি কখনো কাউকে ডাকতাম না। এখন তো আমাকে আর কেউ ফোন করে বলবেনা -আমার খারাপ লাগতেছে, ডাঃ কোনটা দেখাবো, সিরিয়াল দে। কেউ ফোন করে বলবে না বাড়িতে মেহমান আসবে এই এই জিনিসগুলো নিয়ে বাড়িতে চলে আই।আর তো কেউ বলবে না -আমার টাকা লাগবে, ব্যাংকে গিয়ে আমার জন্য এই টাকাগুলো নিয়ে আই।
আর তো কেউ পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে বলবেনা আত্তু পোয়া আছেদে একটা, তুই ছাড়া আর হনো পোয়াইন নাই।আর তো কেউ পাশে বসিয়ে কোন কিছু করার আগে পরামর্শ করবেনা…
বাবা ফোন করে পেপে আনতে বলবা না, বলবা না তোমার ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ পাঠিয়ে দিতে?
ওহ আল্লাহ! কেন এমন করলা, কি অপরাধ ছিল আমাদের?ছেলের বিয়ের বাহনা দিয়ে নিজের জানাজায় কেন সবাইকে দাওয়াত দিতে বললা?পারিনি আপনাকে সুস্থ করে তুলতে, আমি তো চিটাগাং এই সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ তখন আমাদের মাঝে আবার ফিরাই দিছে।
আব্বা, আপনার মনের আশা ঠিকই পূরণ হয়েছে। বিয়ের অনুষ্ঠানে কেউ উঠেনি । একটা মানুষও না। স্টেইজ যেভাবে আছে ছবিতে ঠিকই সারারাত এভাবে ছিল। অনুষ্ঠানের মিষ্টি আর বিরিয়ানি আপনি ছাড়া আর কেউ খায়নি।
বিয়ের ব্যাপারে কত যে দায়িত্ব দিয়েছিলে আমাকে,সবকিছু ঠিক ভাবে মেইনটেইন করার জন্য যাতে কোন প্রকার সমস্য না হয়।
বাড়িতে সবাইকে তো মোটামুটি একটা অবস্থানে দাঁড় করাই দিছো (ভাই-বোন ১২ জনের মধ্যে ১১ জনের বিয়ে হয়েছে)। আমাকে কার কাছে রেখে গেছো বাপ?
দলে দলে গেছি আমরা ঠিকই, তবে বিয়েতে না আপনার জানাজায়।
জানিনা কতটুকু আপনার সেবা করতে পেরেছি।
আব্বা আমাকে মাফ করে দিও……..
বাবা তোমাকে অনেক বেশি ভাল বাসতাম রে বাপ।
পরশু রাত থেকে এখনো আপনার মোবাইল থেকে একটা ফোনও আসেনি। হয়তো মোবাইল স্কিনে আপনার ছবি আর কখনো ভেসে উঠবেনা কল আসলে।
আল্লাহ আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমিন।

খুরুশকুল বিএনপি নেতা নুরুজ্জামান সিকদারের মৃত্যু, কাজলের শোক

কাইসার আহমেদ
একটি এনজিও কর্মকর্তা।
তার পিতা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, খুরুশকুলের দক্ষিণ পেচারঘোনা নিবাসী আলহাজ্ব নুরুজ্জামান সিকদার। যিনি গত ৬ জুলাই সকালে ইন্তেকাল করেন।
একই দিন মরহুম নুরুজ্জামান সিকদারের ছেলে খোরশেদ আলমের বিয়ের দিন ধার্য ছিল।
কাইসার আহমেদ পরিবারের কনিষ্ট ছেলে।

  • সম্পাদনায়-ইমাম খাইর, সিবিএন।