সংবাদ বিজ্ঞপ্তি:
শিক্ষার মানোন্নয়ন ও সমাজ সেবামুলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, সুশিল সমাজ ও ছাত্র-শিক্ষককে সাথে নিয়ে বৃহত্তর দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরাম গঠনের লক্ষ্যে গত ০৫ জুলাই, ২০১৯ শহরের অভিজাত রেস্তোরা লাইভ ফিস-এ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র এডভোকেট দীলিপ কুমার ধর এর সভাপতিত্বে এবং মাস্টার জামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সূচনা বক্তব্য রাখেন, সভার সভাপতি এড.দীলিপ কুমার ধর। সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন কক্সবাজার জেলা প্রশাসকের সি.এ মো: ফরিদুল আলম ফরিদ। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া বৃহত্তর দক্ষিণ মিঠাছড়িতে শিক্ষার মান উন্নয়ন, গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরনসহ বিভিন্ন সমাজ সেবা, মাদক প্রতিরোধ ও সমাজ সংস্কারমুলক কার্যক্রম পরিচালনার নিমিত্ত সম্পূর্ণ অরাজনৈতিক ও অসম্প্রদায়িক একটি সংগঠন হবে ‘দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরাম’। একজন সচেতন দেশের নাগরিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে নি:স্বার্থভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন, একে আযাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আযাদ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সরওয়ার আলম চৌধুরী, শিক্ষানুরাগী হোসাইন শরীফ, সোনালী ব্যাংক, ঈদগাও শাখার ম্যানেজার ছৈয়দ করিম, এনজিও অর্ণব এর প্রধান নির্বাহী নুরুল আজিম ও সমাজ সেবক নুরুচ্ছফা। পরে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন ও তাদের মতামত ব্যক্ত করেন। আলোচনা শেষে শীঘ্রই একটি বৃহৎ পরিসরে দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের পুর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক আগামী ঈদ-উল-আযাহা পরবর্তী একটি ঝাকজমকপূর্ণ ঈদ পূর্নমিলন ও অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়।