বার্তা পরিবেশক:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘চলো গ্রন্থাগারে চলো, দেখি সম্ভাবনার আলো’ শীর্ষক দুদিনের ক্যাম্পেইন শেষ হয়েছে। জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে গতকাল রোববার ৭ জুলাই ২০১৯ বিকেলে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মো: ফিরোজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আল আমিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজ অধ্যক্ষ ক্যথিং অং।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান/সহকারি পরিচালক ঋষীকেশ পাল।
দুই দিনব্যাপি অনুষ্ঠানে চিত্রাংকন, বির্তক প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজন ছিল। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।