এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া :

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ জাফর আলম বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনযোগী হতে হবে। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী একজন শিক্ষাবান্ধব মানুষ। তাঁর বিশেষ নজরদারিতে দেশের শিক্ষাখাতের অগ্রগতি তরান্বিত হচ্ছে। দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আজ অবকাঠামো উন্নয়ন হচ্ছে। একমাত্র শেখ হাসিনার সরকারই বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই দিচ্ছে। শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছে উপবৃত্তির। শিক্ষাপ্রতিষ্ঠান সমুহে সুন্দর পরিবেশে লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের চাকুরীও নিশ্চিত করছে সরকার। মাদক ও সন্ত্রাসমুক্ত কলেজ ক্যাম্পাসে গঠনে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে শনিবার (৬ জুলাই) দুপুরে চকরিয়া উপজেলার উপকুলীয় বদরখালী ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বদরখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ নুরে হোছাইন আরিফ, কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি প্রভাষক মনির হোসেন ভুইয়া, বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ ছিদ্দিকী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন বেলাল প্রমুখ।

সাংসদ আলহাজ জাফর আলম আরও বলেন, শিক্ষা বিভাগের প্রতি সরকার আন্তরিক বলেই সারাদেশের মতো চকরিয়া-পেকুয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান সমুহে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রয়েছে। অতীতের মতো আগামী পাঁচ বছরও চকরিয়া-পেকুয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হবেনা। সরকারের উন্নয়ন কার্যক্রমের আওতায় আগামীতেও চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি সেক্টরে উন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে। লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরও সুনাগরিক হিসেবে তৈরী হতে হবে। সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভুমিকা রাখতে হবে।