অনলাইন ডেস্ক:

বিতর্কিত একটি আইনের কারণে কানাডায় পড়াতে পারছেন না নোবেলজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

বিবিসি জানিয়েছে, কানাডার কুইবেকে শিক্ষা অধিদপ্তর নিয়ম করেছে ‘ধর্মীয় পোশাক’ পরে কর্মক্ষেত্রে যাওয়া যাবে না। পুলিশ, আইনজীবী এবং শিক্ষকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

ওদিকে মালালা নিয়মিত হিজাব পরেন। সেটিকে বলা হচ্ছে ধর্মীয় পোশাক। অথচ এতদিন সেভাবেই তিনি কুইবেকে পড়াতে যেতেন। এখন পড়েছেন বিপাকে।

এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে কুইবেক শিক্ষা অধিদপ্তর। এমন আইনে খুশি নন অনেকেই। যদিও কুইবেকের শিক্ষামন্ত্রী জঁ ফ্রাঁসোয়া রবার্জের যুক্তি, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই আইনটি পাশ করানো হয়েছে। এসবের মাঝে আবার সেই শিক্ষামন্ত্রীর সঙ্গেই মালালার একটি ছবি ভাইরাল হয়েছে। যা বিতর্ক বাড়িয়েছে।

জানা গেছে, আইনটি পাশ হওয়ার পর তিনি ফ্রান্সে মালালার সঙ্গে দেখা করেন। সেসময় মালালাও ফ্রান্সে ছিলেন।

রবার্জের টুইটারে মালালার ছবি দেখে সাংবাদিকেরা তার কাছে জানতে চান, আচমকা কুইবেকে মালালার পড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি হওয়া নিয়ে তার প্রতিক্রিয়া কী?

মন্ত্রী উত্তর দেন এভাবে, ‘আমি তাকে জানিয়েছি যে কুইবেকে তিনি পড়ালে আমরা সম্মানিত হব। কিন্তু যে কোনও উদার, সহিষ্ণু দেশে শিক্ষকেরা কোনও ধর্মচিহ্ন সঙ্গে নিয়ে কাজ করবেন, এরকম কোনও উদাহরণ নেই।’