আনোয়ার হোছাইন ঈদগাঁহ (কক্সবাজার)  :

কক্সবাজার সদরের ঈদগাঁহ পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের চরম অবহেলায় মূল লাইনের তার ছিড়ে একটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ এর অবহেলাকে দায়ী করছে।৬ জুলাই বিকাল আড়াইটার্ দিকে ঈদগাঁহ ইউনিয়নের উত্তর কানিয়া ছড়ায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরের দিকে ঝড় বাতাস শুরু হলে বিদ্যুৎ বার বার যাওয়া আসা করতে থাকে।এক পর্যায়ে উক্ত এলাকার উপর দিয়া যাওয়া মূল বিদ্যুৎ লাইনের তার ছিড়ে নীচে জমিনে চড়তে থাকা গরুর উপর পড়ে ।এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরুটি মারা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী, পিযুশ কান্তি পাল, শহিদুল আলমসহ অসংখ্য গ্রামবাসী জানান,বিদ্যুৎ কতৃপক্ষের কর্মচারীদের অবহেলার কারণে লাইনের ঝুকিপুর্ণ তারটি দীর্ঘদিনেও ঝুকিমুক্ত করা হয়নি।যার কারণে আজ ঐ লাইনের তারটি ছিড়ে এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃকালুর গরুটির নির্মম ভাবে মৃত্যু হয়।যার আনুমানিক মূল্য প্রায় লাখ টাকা হতে পারে বলে মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।এদিকে লাইন ছিড়ে গরু মারা যাওয়ার সংবাদ পেয়েই তড়িঘড়ি করে লাইন মেরামত করে ঘটনাস্থল ত্যাগ করে সংশ্লিষ্টরা। ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিআর হাশেমী বদরু বলেন,ঘটনার পরে ঈদগাঁও বিদ্যুৎ অফিসের এজিএমের সাথে মোবাইলে কথা হলে তিনি গরু মারা যাওয়ার কথা অস্বীকার করেন। তখনই প্রত্যক্ষদর্শী পিযুশ কান্তিপাল মোবাইলে এর প্রতিবাদ করে ঘটনার বর্ণনা দেন। এ সাংবাদিক নেতা ঘটনার জন্য বিদ্যুৎ কতৃপক্ষের অব্যাহত চরম অবহেলাকে দায়ী করে বলেন,ইতিপূর্বেও বৃহত্তর ঈদগাঁওতে সংশ্লিষ্টদের অবহেলায় অসংখ্য দূর্ঘটনা ঘটছে।তারা পল্লী বিদ্যুৎ আইনের দোহাই দিয়ে জনসাধারণকে বার বার ক্ষতিগ্রস্থ করে এসেছে।এবারও ঐ অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।ক্ষতিগ্রস্থ গরু মালিক ও স্থানীয়রা এর যতুপুযোক্ত ক্ষতিপুরণ দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।অন্যতায় তারা আইনের আশ্রয় নেয়ার বিষয়ে ভাবছেন বলে জানান।