সিবিএন ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘এরশাদের পেট থেকে প্রায় ২০২ মি.লিটার পানি বের করা হয়েছে। সেই দিক দিয়ে তিনি ভালো আছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক।’

শুক্রবার (৫ জুলাই) দুপুরে বায়তুল মোকাররম মসজিদে নামাজ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে এরশাদের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

চিকিৎসকরা সব সময় এরশাদের খেয়াল রাখছেন বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আজকে (শুক্রবার) বিকালে বা সন্ধ্যায় আবারও এরশাদকে ডায়ালাইসিস- এর মাধ্যমে রক্ত দেওয়া হতে পারে। তাহলে তার শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক হবে। তবে এটা বুঝতে হবে তাকে রাখা হয়েছে কৃত্রিমভাবে। তার শ্বাস-প্রশ্বাস থেকে অনেক কিছু কৃত্রিমভাবে চলছে। বিশেষ করে ওষুধ নির্ভর হয়ে চলছেন তিনি।’

পানির জন্য আগে এরশাদের শরীর ফোলা ছিল, সেটা এখন নেই জানিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আগে শ্বাসকষ্টের জন্য যে অস্থিরতা ছিল, সেটা এখন দেখা যাচ্ছে না। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। কারণ, তার যে কিছু সুস্থতা, তা কৃত্রিমভাবে। ’