জাহেদুল ইসলাম, লোহাগাড়া:

লোহাগাড়া উপজেলার চুনতিতে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কোটি ২৯ লাখ টাকার ব্যয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১২টায় লোহাগাড়া চুনতি দশ শয্যাবিশিষ্ট মাতৃসদন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহের সঞ্চালনায় ও লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদিন বীরবিক্রম পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম.এ মোহী পিএসসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক উখ্যে উইন ববি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো: আনোয়ার কামাল, ডা: সেহেলী নারগিস ও চুনতি ইউপি চেয়ারম্যান মো: জয়নুল আবেদীন জনু কোম্পানী প্রমূখ।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপাজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান মৌল্যা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া সোলতানা চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ওসি মু. সাইফুল ইসলাম, চুনতি মহিলা সরকারি কলেজের গর্ভনিং বডির সভাপতি মো: ইসমাঈল মানিক মিয়া, ডা: লামিয়া শারমিন প্রমূখ।