মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

হাটহাজারীতে ইভটিজিং বেড়ে যাওয়ায় শংকিত হয়ে পড়েছেন অভিভাবক মহল। অভিযোগ উঠেছে, স্কুল সময়ে স্কুল মাদ্রাসায় যাওয়ার পথে উৎপেতে থাকে দলবদ্ধ ইভটিজারেরা স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে উত্ত্যক্ত করছে। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্র পত্রিকা ও ফেসবুকে বিষয় গুলো নিয়ে লেখালেখি হলে হাটহাজারী সার্কেরের সহকারী পুলিশ সুপার আব্দুল্লা-আল মাসুম এর নেতৃত্বে পুলিশ দল এখন মাঠে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের লোকজন পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নজরে রাখবেন। ইভটিজিং নিয়ে থানায় অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অথবা প্রশাসনের নজরে আসলে তাকে দ্রুত আটক করার নির্দেশ দিয়েছেন এএসপি সার্কেল। আইন শৃংখলার অবনতি নয় দ্রুত উন্নতি হবে হাটহাজারীতে এমন আভাস দিয়েছেন এএসপি আব্দুল্লাহ-আল মাসুম।

মুঠো ফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান,আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির লক্ষে পুলিশ ইভটিজার রোধে শিক্ষার্থীদের পাশে থাকবে। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রীরা ভয়ভীতি ছাড়া শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত করতে পারে সে জন্য তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। এএসপি মাসুম বলেন, ইভটিজিং  আইনের মাধ্যমে প্রতিরোধ ছাড়াও জন সচেতনতা বাড়াতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে। অসময়ে  ছেলেরা যাতে রাস্তায় আড্ডা না দেন তা অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। তবে অভিযানে কোনো নিরীহ লোকজন আটক হলে প্রমাণ সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান।