ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজারের বাহার মেজর অটো রাইচ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের মূল্যবান সরঞ্জাম ও রক্ষিত ধান-চাল পুড়ে গেছে।
বুধবার (৩ জুলাই) ভোররাতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় প্রায় দেড়ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাটগুলো।
বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত রাইচ মিলের মালিক ছালামত উল্লাহ।
স্থানীয় বাসিন্দা এনএম নাঈম জানিয়েছেন, ভোর বেলায় অগ্নিকাণ্ডের খবরে তারা ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখে দাও দাও করে আগুন জ্বলছে। তাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে রাইচ মিল। স্থানীয়রা যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাফায়াত হোসেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।