সংবাদদাতাঃ
কক্সবাজার রামুর ঈদগড়ের সৌদি প্রবাসীদের সংগঠন ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদ। এলাকার গরীব -অসহায় ও মেহনতি মানুষের আশা ভরসার সংগঠনটি ইতিমধ্যে নানা শ্রেণীর পেশার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। প্রবাসীদের পাঠানো টাকায় অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থান হয়েছে। বিয়ে হয়েছে অনেক নারী পুরুষের। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডেও সংগঠনের অবদান রয়েছে। পাহাড়ি জনপদ ঈদগড়ের মানুষের জন্য ছায়া হিসেবে দাঁড়িয়েছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় গত ২ জুলায় ঈদগড়ের গরীব-অসহায় ৩ মেয়ের বিয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা প্রদান করেছে সংগঠনের সদস্যরা।
আর্থিক অনুদানের টাকাগুলো ঈদগড় বাজার মক্বা ফার্মেসির সামনে তাদের পরিবারের হাতে তুলে দেন রামু থানার এএস আই মোর্শেদ আলম, ঈদগড় ৮ নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফ) এর ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসেদুল হক আরমান,
ডাঃ মোঃ সাজ্জাদ হোসাইন, মক্কা ফার্মেসীর মালিক জসিম উদ্দীন সিকদার।
টাকা পেয়ে অসহায় দরিদ্র পরিবারগুলো ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।