মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

স্বেচ্ছায় প্রত্যাহারের আবেদন করেছেন এসএসসি ককস·-৪ ও জেএসসি ককস·-৫ পরীক্ষা কেন্দ্র। কেন্দ্র সচিব ও ঈদগাহ জাহনারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিতভাবে এ আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের অবকাঠামোগত , আসবাবপত্র ও বিবিধ সমস্যার কারণে কেন্দ্র পরিচলনা করতে কষ্টকর হওয়ার আশংকা বিরাজ করছে। তাই কেন্দ্র দুটো প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে । উল্লেখ্য, এ ব্যাপারে ভেন্যু বিদ্যালয় ম্যানেজিং কমিটির গত ২০ ফেব্রয়ারী অনুষ্টিত বৈঠকে কেন্দ্র প্রত্যারের একমত সিদ্ধান্তে উপনিত হয়ে প্রধান শিক্ষককে এ দায়িত্ব প্রদান করেন। কেন কেন্দ্র প্রত্যাহার করতে চাচ্ছেন তা জানতে চাইলে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, অবকাঠামোগত ও আসববাপত্রের সমস্যা তো রয়েছে। উপরন্তু ঈদগাঁও এলাকার পরীক্ষা কেন্দ্র সমূহের যা অবস্থা তাতে তাকে নানাবিধ ষড়যন্ত্রের ও শিকার হতে হয়। তাই ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কার হওয়ার চেয়ে সম্মান নিয়ে আগে ভাগেই বিদায় হতে চান।