হোপ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হোপ ডেলিভারী সেন্টার খুরুশকলের কাউয়ার পাড়ায় ২ জুন প্রথম নবজাতক শিশুর জন্মগ্রহন করেন। উক্ত ডেলিভারী সম্পন্ন করেন মিডওয়াইফ আয়েশা ছিদ্দিকা । মানবতার সেবায় নিয়োজিত হোপ ফাউন্ডেশন নিরাপদ মাতৃত্বের কথা বিবেচনা করে, খুরুশকলে প্রথম বেসরকারী ডেলীভারী সেন্টার গত ২১ শে জুন চালু করে। এতে করে এলাকাবাসীরা আনন্দিত। কারণ তাদের মনের আশা পুরণ হয়েছে, তারা কোন গর্ববতী মায়েদের ডেলিভারী করাতে হলে, ককসবাজার শহরে যেতে হয়। হোপ ডেলিভারী সেন্টারটি ২৪/৭ চালু আছে। সারাবিশ^ এখন সফল ডেলিভারীতে মিডওয়াফের বিকল্প নেই। সেত্রেক্ষে হোপ ফাউন্ডেশনও পিছনে নেই। হোপ ফাউন্ডেশনে ২০১২ সাল থেকে মিডওয়াফরী কোর্স চালু রয়েছে। প্রতি বছরে প্রায় ৩০ জন মিডওয়াফ কোর্স শেষ করে, মিডওয়াফারী পেশায় যোগ দেন।

এ প্রসঙ্গে কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান বলেন, এলাকার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা পেলে একটি মাকেও অপ্রয়োজনীয়ও সিজারিয়ান ডেলিভারি করতে হবে না ১৯৯৯ সাল থেকে হোপ ফাউন্ডেশন গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবায় নিয়োজিত রয়েছে হোপ ফাউন্ডেশন এর কার্যক্রম অব্যাহত থাকবেই|