কামাল শিশির, রামু:
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাকঁখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার মেশিন ও পাইপলাইন ধ্বংস করে দিয়েছে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।
৩০ জুন বেলা ১ টায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাকঁখালী নদীতে অবৈধ ভাবে বালু তোলার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা পালিয়ে গেলে ও অবৈধ ভাবে বালি তোলার মেশিন ও পাইপলাইন ধ্বংস করেন ইউএনও।
উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা রামু উপজেলার কোথাও অবৈধ ভাবে বালি উত্তোলন করার খবর পেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে বলে জানান। এ ব্যাপারে রামুর সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
অপরদিকে গর্জনিয়া ইউনিয়নের বাকঁখালী বালু মহাল এবং গর্জই নদী ও কচ্ছপিয়া ইউনিয়নের ছোটজামছড়ি নদীর বালি মহাল থেকে প্রকাশ্য দিবালোকে শ্রমিক দিয়ে বালি উত্তোলন করে রাতের আধাঁরে নাইক্ষ্যংছড়ি সহ নানা স্থানে পিকআপ ও ট্রলি দিয়ে বালি পাচার করে যাচ্ছে বালি খেকো গডফাদার আবদুল্লাহর নেতৃত্বে অসাধু একটি সংঘবদ্ধ চক্র। এব্যাপারে আইনী এ্যাকশন নেওয়ার দাবী জানিয়েছেন পরিবেশ বাদী মহল।