সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৪ জনকে আটক করেছে। গত ২৯ জুন সকাল হতে ৩০ জুন সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই মোঃ রাজিব চন্দ্র পোদ্দার এসআই আবু বক্কর সিদ্দিক এসআই আনছারুল হক এসআই সনৎ বড়ুয়া এএসআই লিটন মিয়া এএসআই আশিক এএসআই কাশেম এএসআই সাজিদুল সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খানসহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১। দিদারুল ইসলাম, পিতা-মৃত মোজাফ্ফর হোসেন, সাং-খোদাই বাড়ী, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।
২। আবু মুসলিম পিতা-আবু তাহের, সাং-কালারমার ছড়া, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
৩। মোঃ ইউসুফ, পিতা-মোঃ হানিফ, সাং-কালারমার ছড়া, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
৪। সুজন, পিতা-মৃত বাবুল, সাং-বৈদ্যঘোনা, খাজা মঞ্জিল, থানা ও জেলা-কক্সবাজার।
৫। মোঃ রানা, পিতা-মিনহাজ, সাং-উত্তর রাজবাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।
৬। জফলে রাব্বি, পিতা-জাহেদ, সাং-তারাকান্দা ষ্টেশন, থানা-ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ।
৭। নাইমুল ইসলাম ফাহিম, পিতা-মোঃ নুরুল হৃদা, সাং-মধ্যম বাহারছড়া, কাচা বাজার সংলগ্ন বাজার পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
৮। মফিজুর রহমান প্রকাশ মফিজ, পিতা-আব্দুল গনি, সাং-০৬নং ওয়ার্ড, নতুন ফিশারী পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।
৯। মোঃ সোহেল, পিতা-আব্দুল আজিজ, সাং-০৬নং ওয়ার্ড, নতুন ফিশারী পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।
১০। হারুনুর রশিদ, পিতা-আমির হোসেন, সাং-তলিয়াঘোনা, ০৬ নং ওয়ার্ড, রশিদনগর ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
১১। কামরুল হক (১৯), পিতা- নুরুল আমিন, মাতা- দিলওয়ারা বেগম স্থায়ী : (দক্ষিণ মুহুর পাড়া) , উপজেলা/থানা-
কক্সবাজার সদর, কক্সবাজার,
১২ রবিউল হোসেন (১৭), পিতা- নুরুল হোসেন, মাতা- সেলিনা আক্তার স্থায়ী : (নতুন বাহারছড়া) , উপজেলা/থানা-
কক্সবাজার সদর, কক্সবাজার,
১৩. জয়নাল আবেদীন (১৭), পিতা- আবুল কাশেম, মাতা- আয়েশা বেগম স্থায়ী : (জানার ঘোনা) , উপজেলা/থানা-
কক্সবাজার সদর, কক্সবাজার, বাংলাদেশ
১৪. মোঃ রফিক (১৬), পিতা- নাছির ড্রাইভার, মাতা- মৃত নাছিমা বেগম স্থায়ী : (দারোগার ঘাটা) , উপজেলা/থানা-
চকরিয়া, কক্সবাজার, বাংলাদেশ
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
-কক্সবাজার সদর মডেল থানা থেকে প্রেরিত অবিকল প্রেস বিজ্ঞপ্তি।