এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়ায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটে যুবককে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

শনিবার (২৯জুন) রাত ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ইভটিজিংয়ের ঘটনা ঘটে। ইভটিজিংয়ের শিকার স্কুল ছাত্রী কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আটককৃত বখাটে যুবকরা হলেন, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়া পাড়ার এলাকার মো.ইউসুফের ছেলে মো: রাদেন (২০) ও ৪নং ওয়ার্ডের বাটাখালী এলাকার শ্রীধাম সুশীলের ছেলে গৌতম সুশীল (১৯)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার পরে কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুই বখাটে যুবক রাদেন ও গৌতম ওই ছাত্রীকে যাতায়তের সময় অশ্লীল বাক্য বিনিময় করে ইভটিজিং করে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌছে থানার এসআই মাজহারুল ইসলাম সরকার জনতার সহয়তায় ওই বখাটে যুবকদের আটক করে।

এ ঘটনায় ছাত্রীর মা পারভীন আক্তার বাদী হয়ে দুই বখাটে যুবকের বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এজাহার দিয়েছেন। এটি মামলা হিসেবে রুজু করা হবে বলে তিনি জানান।