হেলাল উদ্দিন, টেকনাফ :
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে মাদক ব্যবসায়ীদের হামলায় ছৈয়দ আহমদ (২৩) নামে এক ব্যবসায়ী  গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা নগদ অর্থও লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সেন্টমাটিন দ্বীপের পুলিশ ফাঁড়িকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় , শুক্রবার (২৮জুন) সন্ধ্যায় সেন্টমার্টিনের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী পূর্ব পাড়া এলাকার মোক্তার আহমদের দু’পুত্র জাহাঙ্গীর আলম, জুলফিকার আলম ও আমীর আলীর পুত্র সাদির নেতৃত্বে একদল সন্ত্রাসী রড ও লাটি নিয়ে সেন্টমাটিন দ্বীপের বাজারে পশ্চিম পাড়ার বশির আহমদের পুত্র সৈয়দ আহমদ (২৩) এর মালিকানাধীন মুদির দোকানে দোকানে চালায়। এসময় সৈয়দকে ব্যাপক মারধর ও দোকান ভাংচুর করে। এসময় তারা দোকানের ক্যাশে থাকা ৫০ হাজার টাকা নিয়ে লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যবসায়কে উদ্ধার করে দ্বীপের হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ছৈয়দ আহমদের বড় ভাই নুর মোহাম্মদ জানান, ইয়াবা ব্যবসায়ীদের নেতৃত্বে একটি দল পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যার উদ্দ্যেশে হামলা চালিয়েছেন। এসময় এলাকার লোকজন এগিয়ে আসলে আমার ভাই প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। হামলাকারিরা ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক বনে গেছেন। ফলে তারা এলাকায় বেপয়োরা হয়ে উঠেছেন। তাদের আইনের আওতায় আনলে অনেকটা ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কমে যাবে। এই ব্যাপারে সেন্টমার্টিন পুলিশ ফাড়িঁতে অভিযোগ করা হয়েছে। সেন্টমার্টিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। হামলাকারিদের গ্রেফতারের অভিযান চলছে।