মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের’ ৯৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ২৭ শে জুন বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, এসডিসি, পিএসসি এবং বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওমর যাহিদ, এনডিসি, পিএসসি প্রধান অতিথির সাথে অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন।
কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী মনজুরুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম। পরে প্রধান অতিথি ৯৩তম ব্যাচের ৫৬৪ জন নবীন সৈনিকদের মধ্যে সর্ব বিষয়ে সেরা নবীন সৈনিক মুহাম্মদ ফয়সাল আহমদ, ফায়ারিংয়ে মোঃ রুবেল মিয়া, শারীরিক কৃতিত্বে শামীম হোসেন , সেরা শারীরিক কৃতিত্বে লিজা আক্তারের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।