এম.মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ পুলিশ কক্সবাজার পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভা অনুষ্ঠানে শ্রেষ্ঠ এ এস আই পুলিশ অফিসারের সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকবর মিয়া। কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে সোমবার দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমানের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উক্ত সভায় থানা পর্যায়ে মে মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীসহ মোট ২৮ জন পুলিশ সদস্যকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখায় পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেন। মাসিক অপরাধ দমন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), জেলার আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তার এ সম্মাননা প্রাপ্তিতে এক বিশেষ সাক্ষাৎকারে চকরিয়া থানার এ এস আই অাকবর মিয়া বলেন, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ এএসআই অফিসার এ সম্মাননা অর্জনে তিনি কক্সবাজার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পুলিশের সুনাম রক্ষা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।