জাহাঙ্গীর আলম কাজল:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মসুচী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন উন্নয়নের জন্য ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে কর্মশালায় প্রাধান অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অফরিন কচি, উপজেলা ভাইস চেয়ারম্যন মংহ্লা মার্মা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, সামাজসেবার সহকারি পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, উপজেলা সমাজসেবা অফিসার সফিকুল ইসলাম প্রমুখ।

সমাজসেবার এই প্রশিক্ষণে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে সনদ সামাজিক নিরাপত্তার্মলক কর্মসুচী আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নতুন বরাদ্দকৃত ভাতাভোগীদের মাঝে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়।