এম.জিয়াবুল হক, চকরিয়া:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি, চকরিয়া পৌরসভার সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বরণ্য রাজনীতিবিদ এতদাঞ্চলের মাটির মানুষ এডভোকেট আমজাদ হোসেনের তৃতীয় নামাজে জানাজা মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে দশটায় শেষে চকরিয়া মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী পছন্দের কবরস্থান চকরিয়া ফয়ার সার্ভিস সংলগ্ন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের জ্যেষ্ঠ সন্তান এডভোকেট হোসেন রাহাত ফিরোজ।

সকাল সোয়া ৯ টায় পেকুয়া উপজেলার গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় ও আগেরদিন সোমবার কক্সবাজার আদালত প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার কক্সবাজার আদালত প্রাঙ্গণ, চকরিয়া ও পেকুয়া উপজেলায় অনুষ্ঠিত তিনটি নামাজে জানাজায় আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি শোকার্ত মানুষের ঢল নামে। প্রতিটি জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিশিষ্টজন ও মরহুমের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত: সোমবার (২৪ জুন) বিকেল পৌনে ৩ টার দিকে এডভোকেট আমজাদ হোসেন প্রতিদিনের মতো যথারীতি আদালতে মামলা পরিচালনার কাজ সেরে আদালত প্রাঙ্গনে হেঠে যাওয়ার সময় প্রচন্ড বুকের ব্যাথায় হঠাৎ ঢলে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে সহকর্মীরা তাঁকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩ টার দিকে এডভোকেট আমজাদ হোসেনকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে ভাই-বোন, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এডভোকেট আমজাদ হোসেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী গ্রামের মাতব্বর (জমিদার) বাড়ির মরহুম মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি তিনি ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছরেরও বেশী সময় ধরে তিনি আইন পেশায় রত ছিলেন। তিনি ২০১১-২০১২ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন ছাড়াও আরো আনেকবার বিভিন্ন পদে নির্বাচিত হয়েছিলেন।জেলা আইনজীবী সমিতির বর্তমান নির্বাহী কমিটিরও তিনি সদস্য ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এডভোকেট আমজাদ হোসেন নব্বই দশকে চকরিয়া থানা সেন্টারে স্থায়ী নিবাস গড়েন।

গতকাল চকরিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ জানাযার মাঠে বরণ্য রাজনীতিবিদ আমজাদ হোসেন স্বরণে স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন রাজনৈতিক সহকর্মীরা। এতে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া-পেকুয়া আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী ও মরহুমের বড়ছেলে এডভোকেট হোসেন রাহাত ফিরোজ।

অনুষ্ঠিত নামাজে জানাযায় অংশনেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার ইখতেয়ার উদ্দিন আরাফাত, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল কাদের শফি, সাবেক ত্রাণ সম্পাদক মো.নুরুল আবছার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল কাদের বিকম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল, চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির, সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ হাবিব উদ্দিন মিন্টু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়তদ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, জেলা পরিষদের সদস্য আলহাজ আবু তৈয়ব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, চেয়ারম্যান শওকত হোসেন, সাংবাদিক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাদ্দাম হোসেন মিঠু, চকরিয়া পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ। এছাড়াও নামাজে জানাযায় অংশনেন চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সকল সদস্য, চকরিয়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামা, শ্রেণী-পেশার নাগরিক ও সর্বসাধার।