বিশেষ সংবাদদাতা:
সীমান্ত উপজেলা টেকনাফ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান।

শুক্রবার দুপুরে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ পৌঁছান তিনি। পরে হেঁটে সাবরাং অর্থনৈতিক জোন এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, টেকনাফের ওসি প্রদিপ কুমার দাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়সহ প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে দুদক কমিশনার টেকনাফ পৌঁছালে স্কাউট দল তাকে সম্মাননা জানায়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। পরে বিকেলে তিনি কক্সবাজারের উদ্দেশে টেকনাফ ত্যাগ করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান টেকনাফ ঘুরে গেছেন। তিনি জাতীয় স্কাউটস এর প্রধান কমিশনারের দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, আগামী ২০২১ সালে টেকনাফে একটি র্আন্তজাতিক মানের ‘স্কাউটস সমাবেশ’ হওয়ার কথা রয়েছে। তার জন্য জায়গা নির্ধারণে টেকনাফে এসেছেন। প্রাথমিকভাবে সাবরাং অর্থনৈতিক জোন এলাকায় একটি জায়গা দেখেছেন। সেখানে র্আন্তজাতিক মানের সমাবেশ করা যাবে কিনা সেটি বিবেচনা করা হচ্ছে।’