সিবিএন ডেস্ক :  অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে  বৃহস্পতিবার বিশ্ব শরণার্থী দিবস-২০১৯ পালিত হয়েছে। এবারের শরণার্থী দিবসের স্লোগান ছিল #StepWithRefugees|। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক বাস্তবায়নাধীন মায়ানমার শরণার্থী ত্রাণ কার্যক্রম (MRRO)। এসব কর্মসূচির মধ্যে ছিল সভা, বর্ণাঢ্য র‌্যালী এবং শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা। সকাল ৯:৩০ ঘটিকার সময় শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সামনে র‌্যালী পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল কালাম, এনডিসি, শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজার। প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, বাংলাদেশে বর্তমানে শরণার্থীর সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অধিক পরিমাণ তাই আমাদের সবার প্রয়োজন এই শরণার্থীদের সার্বিক সহযোগিতা করা। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জনাব এ কে এম মহসিন, ইনচার্জ, এমআরআরও এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মো: জয়নাল আবেদিন, উপ-পরিচালক, পিএমও, জনাব মোহাম্মদ কেরামত আলী, প্রোগ্রাম ম্যানেজার, এমআরআরও। এছাড়াও সভায় বক্তব্য রাখেন UNHCR এর প্রোগ্রাম অফিসার পঙ্কজা ভাট্রারি ও জনাব ইয়াহইয়া হোসেন। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালীর শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আবুল কালাম। র‌্যালীটি UNHCR অফিসের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ রোড অতিক্রম করে বাহারছড়া রোড দিয়ে রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন UNHCR, PMO, MRRO এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, নির্বাহী সদস্য ও RCY বৃন্দ। রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষণ কক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় কক্সবাজাররের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চিত্রাঙ্গন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং এর মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।