প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৮ জুন মঙ্গলবার সকাল ১০ টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের সামনে অ্যাকশান ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) টেকনাফ উপজেলায় Diakonie Katastrophenhlife, Germany এর অর্থায়নে প্রোটেকশান অব রোহিঙ্গা রিফিউজি প্রকল্পের সহযোগীতায় “বিশ্ব শিশু শ্রম দিবস” উপলক্ষ্যে একটি মানব বন্ধনের আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “শিশুশ্রম নয় শিশুর জীবন হোক স্বপ্নময়”। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুল মনসুর ও এএসডি প্রকল্পের ডোনার টমি বাউচিবা (Tommy Bouchiba) এএসডি পিআরআরএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জনাব আফরোজা আক্তার মনি, মনিটরিং অফিসার নাসরিন আক্তার পলি, সাইকোসোশ্যাল কাউন্সেলর মুশফিকা সুলতানা, একাউন্স এন্ড এডমিন অফিসার আলী এহসান সবুজ প্রমুখ। মানব বন্ধনের শুরুতে প্রকল্প ম্যানেজার জনাব আফরোজা আক্তার মনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে কর্মসূচি আরম্ভ করেন। প্রকল্প ম্যানেজার শুভেচ্ছা বক্তব্যে এএসডি ও প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ধারনা প্রদান করেন। এরপর বিশ্ব শিশু শ্রম দিবসের প্রতিপাদ্য বিষয় এবং শিশুশ্রম নিরসনে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। আরো বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুল মনসুর, তিনি বলেন বর্তমানে হোস্ট কমিউনিটির তুলনায় রোহিঙ্গা ক্যাম্পে শিশুশ্রম, পাচার ও মাদক পাচার সহ বিভিন্ন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটছে। তাই ক্যাম্পের শিশুদের নিয়ে সচেতনমূলক বিভিন্ন কাজ করার পরামর্শ দেন।