সংবাদদাতাঃ
কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ জুন) সকাল ১০ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল মতিন।
জাতীয় সংগীতের মাধ্যমে সভার কার্যক্রম এর সূচনা হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে মাননীয় সিভিল সার্জন, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ এবং অংশগ্রহনকারী সহযোগী সংগঠনের প্রতিনিধিদের ফুল দিয়ে বরন করা হয়। নবযোগদানকৃত কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী এহেসানকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন ও অন্যান্য ইউএইচএন্ডএফপিও গন ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহবাজ স্বাগত বক্তব্য রাখেন এবং প্রজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় কক্সবাজার জেলার সকল উপজেলার সমস্যাসমূহ চিহ্নিতকরন এবং সমাধান সম্পর্কে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হবে।
ইপিআই, স্যানিটেশন, হাসপাতাল ব্যবস্থাপনাসহ বিভাগীয় সকল প্রস্তাবনা সভায় উত্থাপিত হবে।
উল্লেখ্য যে, জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভাসমূহ প্রতিমাসে ধারাবাহিকভাবে উপজেলাসমূহে অনুষ্ঠিত হয়। সে সুবাদে আজকের সমন্বয় সভা চকরিয়া উপজেলা স্বাস্খ্য কমেপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে।