নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভারুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) বিকালে ভারুয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ।
প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাশেম মোঃ ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হক, বি.কে গ্রুপের চেয়ারম্যান শফিউল আজম খান।
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু শামা সওদাগরের সভাপতিত্বে সংবর্ধনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, মোঃ কালু রওশন দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুল হাকিম সিদ্দিকী, উল্টাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আলম, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক ইমাম খাইর।
ব্যাংকার মোহাম্মদ নুরের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- স্থানীয় সমাজসেবক ছুরত আলম, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, আমানুল ইসলাম, নুরুল হুদা প্রমুখ।
অনুষ্ঠানের মধ্যমনি কৃতি শিক্ষার্থীরাও তাদের অনুভূতির কথা জানিয়ে বক্তব্য রাখেন। শেষে ২০১৯ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।