সংবাদদাতা:
আজকের তরুনরাই আগামী দিনের বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে যখনি সময় হয়েছে তখনি তরুনরাই বাংলাদেশকে পথ দেখিয়েছে। শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে তরুনরাই প্রধান ভুমিকার রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষন মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান প্রজন্মের তরুনরাই বেশি অবদান রাখছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তিজ্ঞান হতে হবে বলে মতামত দেন। শনিবার বিকালে পিচ প্রেসার গ্রুপ কক্সবাজারের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুন সমাজের ভুমিকা শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব মতামত দেন। এ সময় জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আগত তরুনরা বলেন,শিক্ষা,প্রযুক্তি এবং সগঠনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ কে নেতৃত্ব দিতে চায় তারা। সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল,এতে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত দি হাঙ্গার প্রজেক্টের কোর্ডিনেটর শসাংক বরন রায়,মায়মুনা আক্তার রুবী,রামু জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর,ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু,দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার চীফ রিপোর্টার এম আর মাহবুব,চকরিয়ার এম জাহেদুল ইসলাম,শাহানা আক্তার,কোষ্টের মকবুল আহামদ,আরাফাত চৌধুরী,তানভিরুল ইসলাম,সাইফুল আমিন সবুজ,খোকন,জয়,সোহাইদুল ইসলাম,শাহেদ ইকবাল অনুষ্টান সঞ্চালন করেন সানাইল হক রিপন,অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাঈনুল ইসলাম।