নিজস্ব প্রতিবেদকঃ
বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রোটারেক্ট ক্লাব অব কক্সবাজার সৈকত।
শুক্রবার (১৪ জুন) বিকালে কক্সবাজার সদরের ঝিলংজার পাওয়ার হাউজে এই কর্মসূচি উদ্বোধন করেন রোটারেক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের সাবেক সভাপতি ও কক্সবাজার ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন ক্লাবের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল মোর্শেদ সোহাগ। কর্মসূচি পরিকল্পনাকারী ছিলেন জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন- ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের চেয়ারম্যান ও রোটারেক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেরুল গনি, ছাত্র প্রতিনিধি মুন্না, ক্লাব সদস্য প্রকৌশলী শফিউল করিম, প্রকৌশলী সায়েম, ইয়ামিন, হাসান, প্রনব, নোমান, রায়হান, আজিজ, ইফতেখার উদ্দিন, লোকমান হাকিম, সাকিব, আজাদ, জিয়াউল হক, শাকিল প্রমুখ।
ইয়াং বাক্স ট্রেডিং এর অর্থায়নে ‘গাছকে ভালোবাসো, গাছ রোপন করো, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজার ছাড়াও ঝিনাইদহ, ঢাকা, সাভার, যশোর, সাতক্ষিরা, বনানী, বাগেরহাটসহ দেশের বেশ কযেকটি জায়গায় একযোগে পালিত হয়েছে।