প্রথম আলো:
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বিভিন্ন খাতে দেশের অগ্রগতি ও উন্নয়নের তথ্য দেওয়া হয়েছে। বিভিন্ন খাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে এ বক্তৃতায়। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়।
বাজেট বক্তৃতার বিভিন্ন খাতের উল্লেখযোগ্য কিছু তথ্য

— এক বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার প্রতি হাজারে ৪৫ থেকে ২৪ জনে নেমে এসেছে
—মাতৃমৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) ১ দশমিক ৭২ জনে নেমে নেমে এসেছে
— মেডিকেল কলেজের সংখ্যা ২০০৬ সালের ৪৬টি থেকে বেড়ে ১১১টি হয়েছে
— মানুষের গড় আয়ু ২০০৬ সালের ৬৫ বছর থেকে বর্তমানে ৭২ দশমিক ৮ বছর হয়েছে
— ঝরে পড়ার হার ৫০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে নেমে এসেছে
—বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮০টি থেকে ১৪৮টি হয়েছে
— দেশে হাইটেক পার্কের সংখ্যা ২৮টি
—২০০৫-০৬ অর্থবছরে মাথাপিছু আয় প্রায় ৫৪৩ ডলার থেকে সাড়ে ৩ গুণ বেড়ে ১,৯০৯ ডলার হয়েছে
—জাপানের সম্রাট মেইজির মতো প্রয়োজনে বিদেশ থেকে শিক্ষক আনার ঘোষণা
—সারা দেশে প্রায় ৪ হাজার কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসব হচ্ছে
— দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক ঝুঁকি হ্রাসে টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও মধুপুর উপজেলায় ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ পাইলট আকারে চলমান
—ক্যানসার ব্যবস্থাপনা উন্নয়নে সাভারে ৩টি আধুনিক ল্যাবরেটরিজ নিউক্লিয়ার মেডিকেল ফিজিকস ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে
—বিশেষ জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
—২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অবসান ঘটবে
—যুবকদের মধ্যে সব ধরনের ব্যবসা উদ্যোগ (স্টার্ট আপ) সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে
—পরিবহন খাতে ১ লাখ দক্ষ পেশাদার গাড়িচালক তৈরির বিশেষ কার্যক্রম চলমান
—মালয়েশিয়ায় বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পদে ও কারিগরি দক্ষতা প্রয়োজন এমন পদে কর্মরত বিদেশিদের মধ্যে ৩৭ শতাংশই বাংলাদেশি
—৪ হাজার ৮০৮টি পোশাক কারখানার প্রয়োজনীয় তথ্য দিয়ে ডেটাবেইস তৈরি করা হয়েছে
—২০১৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সারা দেশে বিভিন্ন কারখানা প্রতিষ্ঠানে ৪ হাজার ৭০৬টি ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে
—জাতীয় মহাসড়কে ১২১টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
—নদীভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
—দেশের মোট শ্রমশক্তির ৪০ দশমিক ৬২ শতাংশ কৃষিতে নিয়োজিত
—চলতি অর্থবছরে বিভিন্ন ফসলের ১৫টি নতুন জাত ও ১০টি জলবায়ুসহনশীল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে
—২০১৯-২০ অর্থবছরে গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত ৫০ কোটি বরাদ্দের প্রস্তাব
—২০০৫ সালে দারিদ্র্যের হার ৪০ দশমিক ০ শতাংশ থেকে ২০১৮ সালে ২১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে
—নারী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা
—কোনো প্রতিষ্ঠানের মোট জনবলের ১০ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিয়োগ দিলে সে প্রতিষ্ঠানের প্রদেয় করের ৫ শতাংশ কর রেয়াত প্রদানের প্রস্তাব
—নারী উদ্যোক্তা পরিচালিত ব্যবসার শোরুমের ওপর মূসক অব্যাহতি
—বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রতিরক্ষার জন্য লাইটিং এরেস্টারের ওপর বিদ্যমান আমদানি মূসক ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করার প্রস্তাব