লোহাগাড়া প্রতিনিধি:
মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর বা ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ ভাগাভাগি করতে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে এ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি মামুন-অর রশীদ চৌধুরী, লোহাগাড়া নিউজ২৪.কমের প্রকাশক মারুফ খান, সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, লোহাগাড়া প্রেসক্লাবের কার্য্য নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন, মাষ্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচএম জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুল আউয়াল জনি, সিপ্লাস টিভি প্রতিনিধি এরশাদ হোসাইনসহ প্রমূখ।

উপস্থিত ছিলেন, ব্যাংকার নাজিম উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মিনহাজ উদ্দিন, আ’লীগ নেতা আব্দুল হামিদসহ প্রমূখ।
বক্তারা বলেন, ঈদের আনন্দে গণমানুষের কল্যানে সাংবাদিকদের কলম হওক নিবেদিত। এ ছাড়া সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেওয়ার আহবান জানানো হয়।