এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া :
কক্সবাজারের উখিয়া উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা রোহিঙ্গাদের অবাধ যত্রতত্র বিচরণ, উখিয়ার ফলিয়াপাড়া সড়ক দিয়ে রোহিঙ্গাদের যাতায়াত, রোহিঙ্গাদের হাতে মোবাইল, রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি পুলিশ সদস্যদের অবরোদ্ধ রেখে আসামী ছিনতাইয়ের চেষ্টা, উখিয়া-টেকনাফে সড়কের কোটবাজার ও মরিচ্যা বাজারের বেহাল অবস্থা,গাড়ী ভাড়া বৃদ্ধি,ইয়াবা মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এসব বিষয়ের মধ্যে ফলিয়াপাড়া রাস্তায় চেকপোস্ট বসানো, রোহিঙ্গাদের মোবাইল নিয়ন্ত্রন, গাড়ী ভাড়া বৃদ্ধি রোধে স্থানীয় মালিক সমিতির সাথে আলোচনা করার সিন্ধান্ত গৃহীত হয়।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, সড়কের উভয়দিক পরিস্কার রাখতে স্থানীয়দের সচেতন হতে হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের কোথায় সমস্যা আছে সেটা চিস্থিত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্ত সাথে সাথে জনগনকেও যার যার অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, অধ্যক্ষ মিলন বড়ুয়া, প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজি প্রমূখ।