ইকবাল হোসাইন

বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজার জেলার স্হানীয় জনগণ দিন দিন অসহায় হয়ে পড়ছে। ধ্বংস হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। লক্ষ লক্ষ পর্যটক যে মনোরম পরিবেশ উপভোগ করতে দেশ-বিদেশ থেকে আসে তা ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে। আপনারা জানেন যে, কক্সবাজারের যে সৌন্দর্যমন্ডিত দৃশ্যমান স্পট রয়েছে তার বেশিরভাগ হচ্ছে সবুজ গাছপালা বেষ্টিত পাহাড়। উখিয়া-টেকনাফের বিরাট একটি পাহাড়ী এলাকায় বর্তমানে রোহিঙ্গাদের বসবাস। পানেরছরা আর হিমছড়ির পাহাড় ক্ষয়ে গেছে। উখিয়ার সোনাপাড়া আর ইনানীর অধিকাংশ জায়গায় দখল হয়ে গেছে ঢাকাসহ অন্যান্য বিভাগের লোকদের কাছে। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র সৈকতের আশেপাশের ৯০ জায়গার মালিকানা কক্সবাজারের বাইরের লোকের। গণপূর্ত মন্ত্রনালয়ের দখলে রয়েছে বেশ কিছু গুরুত্বপুর্ণ জায়গা। সরকারী কর্মকর্তাদের থাকার জন্য রেস্ট হাউস আর গেস্ট হাউজে চলে গেছে আরও কিছু গুরুত্বপুর্ণ জায়গা। এভাবে যদি রোহিঙ্গা, বাহিনী আমলা আর আউট ডিস্ট্রিকের লোকদের হাতে এ পর্যটন জেলার সব জায়গা দখল হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ পর্যটক কিসের আশায় কক্সবাজার আসবে কখনো কি তা ভেবে দেখেছেন? শতাব্দীর পর শতাব্দী যাদের এখানে বসবাস তাদের অদূর ভবিষ্যত কেমন হবে তা কি ভাবা সরকারের উচিত না ?

তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত প্রার্থনা করছি, কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ যেভাবে বিপর্যয় আর গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেভাবে দখল হয়ে যাচ্ছে তা থেকে কক্সবাজারবাসীকে রক্ষা করলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকবো।
লেখক: প্রভাষক কক্সবাজার সিটি কলেজ